প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১১:১৫ এএম
ছবি : সংগৃহীত
পাহাড়জুড়ে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভান্ডার। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে মঞ্চস্থ হলো নাটক চইংজাঃখ্রাং, যার বাংলা অর্থ কল্পনা বা কাল্পনিক। কিংবদন্তি নাট্যকার মুনীর চৌধুরীর নামে প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় নাট্যোৎসবে চইংজাঃখ্রাং মঞ্চস্থ হলো তরুণ নাট্য গবেষক ও নির্দেশক সুবীর মহাজনের ভাবনা, পরিকল্পনা এবং নিদের্শনায়।
চইংজাঃখ্রাং নাটকটি পরিবেশন করে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল। ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় সুবীর মহাজন, সহকারী পরিচালক আছাদ বিন রহমান, পোশাক ও প্রপস পরিকল্পনা অরুন্ধতি চন্দ। আলোক পরিকল্পনা সুবীর মহাজন, প্রযোজনা অধিকর্তা আমিনুল ইসলাম বাচ্চু। আয়োজনে প্রশিক্ষণ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একডেমি।