প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১১:১৩ এএম
প্রবা কোলাজ
জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে মেহজাবীন অভিনীত ‘সাবা’। ছবির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। উৎসবে আমি অংশগ্রহণ করব।’ উৎসব শুরু হবে ১৪ মার্চ, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত।
বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনাল ট্যালেন্টসে অংশ নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মাকসুদ হোসাইন। এবার জাপানের উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন।
এ পরিচালক বলেন, ‘সাবা প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা, সাবা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে।’
সাবার মুক্তির খবরও দিলেন পরিচালক। জানালেন আগামী জুনে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান তারা। তিনি বলেন, ‘গত বছর আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সরে আসি। ভেবেছিলাম দুই ঈদের মাঝামাঝি সময়ে দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’
সাবার গল্পের কেন্দ্রে আছে দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনা। সে দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা।
কিশোরীটি সে ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়েই এগিয়ে যাবে গল্প। সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার।