প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১১:০৬ এএম
প্রবা কোলাজ
মোশাররফ করিম ভক্তদের জন্য সুখবর হলো, নতুন এক সিনেমায় দেখা যাবে তাকে। শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এ বিষয়ে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘চক্কর ৩০২ সিনেমাটি সরকারি অনুদানের। এ সিনেমার মূল শক্তি গল্প। আর আছে মোশাররফ করিমের অনবদ্য অভিনয়।’
তিনি আরও বলেন, ‘মোশাররফ করিমকে এ সিনেমায় ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে। তিনি একজন অভিনেতা, জাত অভিনেতা। আমার সিনেমায় এ রকম একজন তুখোড় অভিনেতাকে চেয়েছিলাম।’
চক্কর ৩০২-এর শুটিং শেষ। সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন তার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মোশাররফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছুই সামনে আসেনি। জীবন বলেন, ‘আমরা এ ঈদেই সিনেমা মুক্তি দেব। সেভাবেই সবকিছু প্রস্তুত করছি। আর যদি বলেন সিনেমাটির প্রচার কম কেন, তাহলে বলব হুট করে একটি কিছু রিলিজ দিয়ে চুপ হয়ে থাকব না। এজন্য আমাদের ট্রেলার টিজার আসবে ১৫ তারিকের পর, শেষ ১৫ দিন আমরা টানা প্রচার করব। সেভাবেই আমরা সবকিছু টার্গেট করে এগিয়ে যাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মোশাররফ করিমকে কেন্দ্র করেই গল্প এগোবে। তিনিই এ সিনেমার প্রাণ। আরও অনেক কিছু আছে। বাকি গল্প দর্শক পর্দায় দেখবেন। আমি মনে করি অনেক দিন পর মোশাররফ করিম এ দেশের বড়পর্দায় ফিরছেন। এটা তার ভক্তদের জন্য সুখবর।’
এ বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘আশা করছি ভালো কিছু হবে। দর্শক নতুন কিছু পাবেন। আমি চেষ্টা করেছি গল্পের মধ্যে ডুবে যেতে। চরিত্রের মধ্যে ডুবে যেতে।’
শরাফ আহমেদ জীবন আরও বলেন, ‘প্রথম দিকে এ সিনেমার নাম ছিল বিচারালয়। এরপর নাম রেখেছি চক্কর ৩০২। চক্কর মূলত মানবিক স্পর্শের গল্প।’