প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১১:৪৫ এএম
মিষ্টি জান্নাত
বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার একেবারে ভিন্নরূপে হাজির হচ্ছেন পর্দায়। গ্ল্যামারাস চরিত্রের বাইরে এসে এবার হয়ে উঠছেন এক ভয়ংকর সাইকো কিলার! নতুন ওয়েব ফিল্ম ‘সাইকো’তে এমনই এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। ফিল্মটি পরিচালনা করছেন মাহফুজ রহমান রাজ, যেখানে মিষ্টি জান্নাত এক রহস্যময় সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করছেন।
অভিনেত্রী জানান, ‘সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত কাজের কারণে একটু আড়ালে ছিলাম। তবে নতুন বছরে নতুন উদ্যমে ফিরেছি। সাইকো আমার অভিনয় ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। এ চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। আশা করি, দর্শকও আমাকে নতুনভাবে দেখবেন এবং পছন্দ করবেন।’ ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন মিষ্টি জান্নাত। দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করে এলেও এবারই প্রথম একেবারে ব্যতিক্রমী ও ডার্ক ক্যারেক্টারে দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসকও। এখন দেখার বিষয়, সাইকো কিলারের ভূমিকায় মিষ্টি জান্নাত কতটা আলোড়ন তুলতে পারেন দর্শকের মাঝে!