× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরকল্পন আবৃত্তি চক্রের ৫৫তম আবর্তনের সমাপনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৪:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘চিত্তে গাঁথা মুক্ত কথা’ এই স্লোগানে একঝাঁক তরুণশিল্পীর পরিবেশনায় অনুষ্ঠিত হলো স্বরকল্পন আবৃত্তিচক্রের ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপনী অনুষ্ঠান ‘কাব্যচারণ’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন। 

তিন মাসব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ‘কিংশুক’ ও ‘বনলতা’ দুটি আলাদা দলের মোট ১৬ জন তরুণশিল্পী এতে অংশ নেন। এদিন সন্ধ্যায় শিল্পীদের নান্দনিক পরিবেশনায় প্রাণ পায় ইট-পাথরের কঠিন শহর। শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও উপস্থাপনা শৈলীর প্রসার ঘটাতে দুই যুগেরও বেশি সময় ধরে ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ সুস্থ সংস্কৃতিচর্চার পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করে আসছে।



কর্মশালায় জাতীয় পর্যায়ের স্বনামধন্য ও দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে- শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্বরকল্পন আবৃত্তিচক্রের সভাপতি শাহীদুল হক মিল্কী, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের আবৃত্তি ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

১৯৯৬ সাল থেকে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। এরই ধারাবাহিকতায় সংগঠনের ৫৫তম আবর্তনের কর্মশালা সমাপ্তি হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা