× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাপসীর সাফ জবাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩ পিএম

তাপসীর সাফ জবাব

সিনেমার জগৎ নিয়ে নানা কথা আলোচনা করলেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি ‘এবিপি নেটওয়ার্ক’স আইডিয়াজ় অব ইন্ডিয়া সামিট ২০২৫’-এর মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

সেখানে এসে তিনি বলেন, ‘বেবি’তে ৭ মিনিটের রোল করার পরে ‘নাম শাবানা’র মতো চরিত্র যে তিনি পাবেন, তা ভাবেননি। তাপসীর মতে, অভিনেত্রীদের সাফল্য তার ছবির নায়কদের ওপর নির্ভরশীল নয়। কিন্তু এখনও ইন্ডাস্ট্রির নায়িকারা ছবি সাইন করার সময় ‘হিরো কে?’ জানতে চান। এ চিন্তা পাল্টানোর কথা বলেন তাপসী।

তিনি আরও বলেন, ‘সমাজমাধ্যমে ফলোয়ারের সংখ্যা দেখে অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট না করে তাদের দক্ষতা দেখা উচিত। আমি নিজের দক্ষতা বাড়ানোয় যে সময় দিতে পারি, সেটা সমাজমাধ্যমে অপচয় করি না।’ এতদিন পরে কঙ্গনা রানাউতের একটি কটূক্তির উত্তরও দিলেন অভিনেত্রী। একসময় তাপসীকে ‘সস্তি কপি’ বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা ও তার বোন রঙ্গোলি চন্ডেল। তার উত্তরে এদিন তাপসী বলেন, ‘হ্যাঁ, আমি সস্তা, কারণ আমি বেশি পারিশ্রমিক নিই না। বরং আমার লক্ষ্য থাকে ভালো কাজ করার। যিনি এ রকম উক্তি করেন তার শিক্ষাদীক্ষার প্রতিফলন এটা, আমার নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা