প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩২ পিএম
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি শুধু নাটকেই নয়, ওটিটিতেও নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। সম্প্রতি দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত এ ফিল্মে অভিনয় করে তিশা যেন নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
এ ওয়েব ফিল্ম সম্পর্কে তিশা বলেন, ‘কিছু কিছু চরিত্র একজন অভিনেতার জীবনে বিশেষ জায়গা দখল করে নেয়। ঘুমপরী আমার জন্য ঠিক তেমনই একটি কাজ। গল্পটি পাওয়ার পরই আমি বুঝতে পারি, এটি সহজ কোনো চরিত্র নয়। অভিনয়ের ক্ষেত্রে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলার মতো একটি চরিত্র। প্রথমে ভয় পেলেও পরিচালক এবং টিমের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে, জ্যোতি চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সংযোজন।’
তানজিন তিশা এবারই প্রথম চরকির কোনো কনটেন্টে কাজ করলেন, তবে পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে এটি তার প্রথম কাজ নয়। এর আগেও তাদের একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে ঘুমপরীকে তিশা বিশেষভাবে আলাদা মনে করছেন, কারণ এখানে তিনি চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করেছেন। তার মতে ‘অভিনয় মানে শুধু সংলাপ বলা নয়, বরং চরিত্রের মধ্যে প্রবেশ করা। ঘুমপরীতে আমি সেটাই করতে পেরেছি বলে মনে করি।’
অভিনেত্রী বিশ্বাস করেন, সত্যিকারের শিল্পী হয়ে ওঠার জন্য ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করা জরুরি। কারণ সেগুলোই একজন অভিনেতাকে অন্যদের থেকে আলাদা করে। তাই তিনি তার দর্শককে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা তার কাজ সাদরে গ্রহণ করেছেন।
বর্তমানে তানজিন তিশা ঈদের নাটক ও অন্যান্য প্রজেক্ট নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও অংশ নিচ্ছেন। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত নাটক ‘বসন্তবৌরি’, যা ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে, দর্শকের ভালোবাসা পেয়েছে। এতে তিনি অভিনয় করেছেন খায়রুল বাশারের বিপরীতে। এ জুটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, ঈদেও তাদের একাধিক নাটকে দেখা যাবে।
ঘুমপরীর সাফল্যের পর তানজিন তিশা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চান প্রতিটি চরিত্রের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতা আরও শানিত করতে। এখন দেখার বিষয়, তার পরবর্তী কাজগুলো কেমন সাড়া ফেলে দর্শকের মধ্যে!