প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম
কোল্ডপ্লে ও এড শিরানের অসাধারণ পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই এবার ভারতীয় সংগীতপ্রেমীদের মাঝে আরও এক চমকপ্রদ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বলা হচ্ছে, হিপ-হপের জীবন্ত কিংবদন্তি এমিনেম তার ২০২৫ সালের বিশ্ব সফরের অংশ হিসেবে প্রথমবারের মতো ভারতে পারফর্ম করতে চলেছেন! যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে, এমিনেম ৩ জুন মুম্বাইয়ে এক মেগা কনসার্টে মাতাবেন।
এ সম্ভাব্য কনসার্টের খবরে ভারতীয় হিপ-হপ ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশের সংগীতজগতে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে, কারণ এমিনেম এখন পর্যন্ত ভারতে কোনো কনসার্ট করেননি। তার আইকনিক ট্র্যাক ‘লুজ ইয়োরসেলফ’, ‘উইদাউট মি’ বা ‘গডজিলা’র মতো সুপারহিট গানগুলো সরাসরি মঞ্চে শোনার সুযোগ পেলে সেটি নিঃসন্দেহে ভারতীয় দর্শকের জন্য এক স্বপ্নপূরণের মুহূর্ত হবে। সাম্প্রতিক বছরগুলোয় ভারত যেন আন্তর্জাতিক সংগীতশিল্পীদের জন্য একটি হটস্পট হয়ে উঠেছে। কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ার্স’ ট্যুর থেকে শুরু করে এড শিরানের ‘ম্যাথমেটিকস’ ট্যুরÑ ভারতীয় শ্রোতারা বারবার প্রমাণ করেছেন যে তারা বিশ্বমানের কনসার্ট উপভোগ করতে প্রস্তুত। কয়েক মাস আগেই পোস্ট ম্যালোনের কনসার্টে বিশাল জনসমাগম হয়েছিল, যা এ অঞ্চলে আন্তর্জাতিক শিল্পীদের জনপ্রিয়তা আরও স্পষ্ট করেছে। এমিনেমের ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে এ গুঞ্জন সত্যি হলে এটি নিঃসন্দেহে ভারতের সংগীত ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হতে চলেছে। হিপ-হপ ভক্তরা এখন শুধু অপেক্ষায় আছেন, কবে ঘোষণা আসবে, কবে টিকিট বিক্রি শুরু হবে আর কবে তারা সামনে থেকে দেখতে পাবেন এ তারকাকে।