প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১০ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম
সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে যাত্রা করেন শবনম বুবলী। ক্যারিয়ারের নয় বছরে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। যখন তাকে কেবল শাকিব খাননির্ভর নায়িকা ভাবা হচ্ছিল তখন অন্য নায়কদের সঙ্গে কাজ করেও সাফল্য পেয়েছেন তিনি। প্রমাণ করেছেন নিজের অভিনয়প্রতিভা। এবার নায়িকা নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। নাম লেখালেন প্রযোজনায়।
ক্যামেরার পেছনেও কাজ শুরু করেছেন বুবলী। তিনি ‘ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছেন। সম্প্রতি এক ভিডিওবার্তায় এ খবর প্রকাশ করেন লাস্যময়ী চিত্রনায়িকা। তা ছাড়া সংবাদমাধ্যমকে বুবলী জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে, এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। বুবলীর কথায়, ‘এ অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’ বুবলী আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরান সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’
তার ভাষায়, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সবকিছু নির্মাণ করবে। ইতোমধ্যে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং সেগুলোর জন্য ট্রেড লাইসেন্স সবকিছুই সংগ্রহ করেছি। বিগ প্রডাকশনসের যাত্রা করতে যাচ্ছি নাটক দিয়ে। দারুণ গল্পের একটি নাটক আগামী ঈদুল আজহায় আমাদের প্রডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ বছর এখান থেকে সিনেমা আসছে না। তবে আগামী বছর থেকে সিনেমা আসবে।’
আসছে ঈদে বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’ মুক্তি পাবে। সম্প্রতি পিনিক সিনেমার কাজ শেষ করেছেন বুবলী। পিনিকে বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এ সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এ সিনেমায় আরও অভিনয় করছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকে।
সাম্প্রতিক সময়ে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকতে দেখা গেছে বুবলীকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকের আগ্রহের কারণে এটা হয়েই যায়। আমরা তো কেউই ব্যক্তিজীবনের বাইরে না। শিল্পীর বাইরে আমরাও মানুষ, আমাদেরও অভিমান হয়। অভিমানী বলেই হয়তো আমরা সব সময় না-পাওয়া জিনিস নিয়েই মত্ত থাকি বেশি। তবে আমি সব সময় কাজ নিয়েই ফোকাসড থাকতে চাই। সেটা সিনেমা হোক কিংবা আমার অন্যান্য কাজ, সেটা বিজ্ঞাপন হতে পারে আবার কোনো এক্সক্লুসিভ ব্র্যান্ড ওপেনিং হতে পারে।’