× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রীতি জিনতার ১৮ কোটি টাকা ঋণ মওকুফে বাকযুদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম

বলিউড তারকা প্রীতি জিনতা

বলিউড তারকা প্রীতি জিনতা

বলিউড তারকা প্রীতি জিনতা ও কেরালা কংগ্রেসের মধ্যে মঙ্গলবার উত্তপ্ত বাকযুদ্ধ শুরু হয়, যখন কেরালা কংগ্রেস দাবি করে যে তিনি ১৮ কোটি টাকার ঋণ মওকুফ পেয়েছেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বিজেপির হাতে তুলে দিয়েছেন।

এই অভিযোগের তীব্র প্রতিবাদ করে প্রীতি জিনতা এটিকে "পুরোপুরি ভুয়া খবর" বলে উল্লেখ করেন এবং রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকে "মিথ্যা প্রচারের" জন্য দায়ী করেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে প্রীতি জিনতা লেখেন, "না, আমি নিজেই আমার সোশ্যাল মিডিয়া পরিচালনা করি এবং লজ্জা আপনাদের, যারা এই ধরনের ভুয়া খবর ছড়াচ্ছেন! কেউ আমার জন্য কোনো ঋণ মওকুফ করেনি। একটি রাজনৈতিক দল কিংবা তাদের প্রতিনিধি কীভাবে আমার নাম ও ছবি ব্যবহার করে ভিত্তিহীন গুজব ছড়াতে পারে?"

তিনি আরও যোগ করেন, "সবার পরিষ্কার ধারণার জন্য বলছি—আমি ঋণ নিয়েছিলাম এবং সেটি ১০ বছর আগেই সম্পূর্ণ পরিশোধ করেছি। দয়া করে এই বিষয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন।"

এই বক্তব্যের পর কেরালা কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে প্রীতি জিনতাকে প্রমাণ উপস্থাপন করতে বলেন, যাতে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়।

সংবাদমাধ্যমগুলোর দায়িত্বজ্ঞানহীনতার বিষয়ে হতাশা প্রকাশ করে প্রীতি জিনতা লেখেন,

"অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, কিন্তু ধন্যবাদ সোশ্যাল মিডিয়াকে, যা আমাকে সত্য তুলে ধরার সুযোগ দিয়েছে!"

তিনি আরও বলেন, "সংবাদমাধ্যমগুলোর উচিত খবর প্রচারের আগে সত্য যাচাই করা। আমি মনে করি, এখন সময় এসেছে তাদের ভুলের জন্য জবাবদিহি করার। পরবর্তীতে দয়া করে আমার নাম ব্যবহার করার আগে সত্য যাচাই করুন এবং সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।"

সূত্র: হিন্দুস্তান টাইমস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা