× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৭তম অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ২ মার্চ, বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের মহা আসর। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে এবং বিশ্বের ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

রেড কার্পেট শো

অস্কারের মূল পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এতে বিশ্বসেরা তারকারা পারফর্ম করবেন, যেখানে দর্শকরা দেখতে পারবেন সেলিব্রেটিদের মার্জিত শৈলী ও সৌন্দর্য।

পারফর্মারদের তালিকা

অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই।  এই অসাধারণ তারকাখচিত পরিবেশনাগুলো আয়োজন করা হবে বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে।

চমকপ্রদ পরিবেশনা

এ বছর এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল।

অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপূর ও কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা অস্কারের মঞ্চে যোগ দেবেন, এবং তাদের নামের তালিকা শীঘ্রই প্রকাশিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা