প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম
এক যুগ পার হয়ে গেলে প্রেম আর টিকে থাকে না – এই কথাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে ১৪ বছর পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী প্রাজক্তা কোলি।
সম্প্রতি নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘মিসম্যাচড’ এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। লেখিকা হিসেবেও নিজের কর্মজীবনে যোগ করেছেন নতুন পরিচয়। তার লেখা বইয়ের নাম ‘টু গুড টু বি ট্রু’।
চলুন দেখে নেয়া যাক প্রাজক্তা ও বৃষঙ্কের কয়েকটি প্রি ওয়েডিং মোমেন্টস-
প্রাজক্তার হবু স্বামীর নাম বৃষঙ্ক খানাল। ১৭ বছর বয়সী প্রাজক্তা আর ২১ বছর বয়সী বৃষঙ্কের প্রেম হয় পড়াশোনা করার সময় থেকেই।
অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন প্রাজক্তা। বৃষঙ্ক নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইনজীবী হিসেবে। পাশাপাশি বাইক চালানো, গিটার হাতে গান গেতেও ভালোবাসেন। দুইজন মিলে ঘুরে দেখেছেন বিশ্বের অনেকগুলো দেশ।
প্রি ওয়েডিং ও বিয়েতে নিজেদের কাস্টমাইজ করা পোশাক পরছেন দুজন। ডিজাইনার হিসেবে আছেন ভারতীয় ডিজাইনার অনিতা ডোংরে।
নেপালের কাঠমুন্ডুতে পারিবারিকভাবে বিয়ের আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্পর্কের ব্যাপারে দুজনেই বেশ সিরিয়াস ছিলেন। নিজেদের সেরা সময় নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই ছিল মুখ্য। আর এজন্যই এত বছরের প্রেম অবশেষে পরিণয়ের দিকে যাচ্ছে। প্রাজক্তার বিয়েতে বলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখের দেখাও মিলবে বলে জানা গিয়েছে। তাদের বিয়ের আয়োজনটাও বেশ রাজকীয় হতে যাচ্ছে।
ছবি – ইন্সটাগ্রাম