প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ পিএম
সম্প্রতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো কাপুর পরিবারের ছোট ছেলে আদর জেইনের।
দীর্ঘ সময় ধরে প্রেম করছিলেন আলেখা আদভানির সাথে। আদরের মা রিমা কাপুর, বাবা মনোজ জেইন। বলিউডের স্বনামধন্য অভিনেতা রাজ কাপুরের জামাই তিনি। আর এই ঘরেই জন্ম আদর জেইনের। তাদের রাজকীয় এই বিয়েতে উপস্থিত ছিল বলিউডের বেশ বড় একটি অংশ। কারণ কাপুর পরিবারের বিয়ে মানেই আলাদা আগ্রহ।
চলুন এক নজরে দেখে নেয়া যাক কাপুর পরিবারের ছোট ছেলের বিয়ের কিছু স্মরণীয় মুহূর্ত –
সাদা শেরওয়ানির সাথে এমারেল্ড নেকলেস আদরের রাজকীয় শোভা বাড়িয়েছে কয়েক গুণ
আলেখার পরনে ছিল সোনালি এমব্রয়ডারির কাজ করা ট্র্যাডিশনাল লাল লেহেঙ্গা
আনন্দময় জীবনের শুরু
মালা বদল পর্ব
নতুন পথচলার শুরু...
পরিবারের সাথে আনন্দের ভাগ
বোন কারিনার সাথে
ছবি - ইনস্টাগ্রাম