প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১ এএম
পুরস্কার হাতে তারকারা
চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা অভিনয়শিল্পীদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (SAG) অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হয় আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে, যেখানে হলিউডের প্রথম সারির তারকারা অংশ নেন এবং বছরের সেরা পারফরম্যান্সগুলোর স্বীকৃতি দেওয়া হয়।
চলচ্চিত্র বিভাগে বড় জয়
টিমোথি চালামেট তার অনবদ্য অভিনয়ের জন্য সেরা প্রধান পুরুষ অভিনেতা পুরস্কার জিতেছেন, অন্যদিকে ডেমি মুর পেয়েছেন সেরা প্রধান মহিলা অভিনেতা সম্মাননা। পার্শ্বচরিত্রে নজরকাড়া অভিনয়ের জন্য কিয়েরান কালকিন ও জো সালদানা যথাক্রমে সেরা পার্শ্বচরিত্রে পুরুষ ও মহিলা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন।
চলচ্চিত্রের দলগত পারফরম্যান্সের জন্য ‘কনক্লেভ’ পেয়েছে সেরা কাস্ট ইন আ মোশন পিকচার পুরস্কার, যা বছরের অন্যতম প্রতীক্ষিত সম্মাননা।
টেলিভিশনে ‘শোগুন’-এর রাজত্ব
টেলিভিশন ক্যাটাগরিতে ‘শোগুন’ নাটকীয় সিরিজের বিভাগে সেরা দলগত অভিনয় পুরস্কার জিতে প্রভাব বিস্তার করেছে। কমেডি বিভাগে ‘Only Murders in the Building’ একই ক্যাটাগরির পুরস্কার অর্জন করেছে।
ব্যক্তিগত পুরস্কারেও শোগুনের তারকারা জয়ী হয়েছেন। হিরোয়ুকি সানাদা পেয়েছেন সেরা নাটকীয় সিরিজের পুরুষ অভিনেতার পুরস্কার, আর আন্না সাওয়াই হয়েছেন সেরা নাটকীয় সিরিজের মহিলা অভিনেতা। কমেডি বিভাগে মার্টিন শোর্ট ও জিন স্মার্ট যথাক্রমে সেরা পুরুষ ও মহিলা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন।
টেলিভিশন মুভি বা লিমিটেড সিরিজ বিভাগে কলিন ফারেল ও জেসিকা গানিং তাদের অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন।
একনজরে অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড
সিনেমা
১. সেরা কাস্ট ইন আ মোশন পিকচার Ñ কনক্লেভ
২. সেরা প্রধান পুরুষ অভিনেতা Ñ টিমোথি চালামেট
৩. সেরা প্রধান মহিলা অভিনেতা Ñ ডেমি মুর
৪. সেরা পার্শ্বচরিত্রে পুরুষ অভিনেতা Ñ কিয়েরান কালকিন
৫. সেরা পার্শ্বচরিত্রে মহিলা অভিনেতা Ñ জো সালদানা
টেলিভিশন
১. সেরা নাটকীয় সিরিজের দলগত অভিনয় Ñ শোগুন
২. সেরা কমেডি সিরিজের দলগত অভিনয় Ñ অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং
৩. সেরা নাটকীয় সিরিজের পুরুষ অভিনেতা Ñ হিরোয়ুকি সানাদা
৪. সেরা নাটকীয় সিরিজের মহিলা অভিনেতা Ñ আন্না সাওয়াই
৫. সেরা কমেডি সিরিজের পুরুষ অভিনেতা Ñ মার্টিন শোর্ট
৬. সেরা কমেডি সিরিজের মহিলা অভিনেতা Ñ জিন স্মার্ট
৭. সেরা টেলিভিশন মুভি বা লিমিটেড সিরিজের পুরুষ অভিনেতা Ñ কলিন ফারেল
৮. সেরা টেলিভিশন মুভি বা লিমিটেড সিরিজের মহিলা অভিনেত্তা Ñ জেসিকা গানিং
সূত্র : ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট, এপি নিউজ