প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৮ এএম
হুমা কুরেশি
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পলিটিক্যাল ড্রামা সিরিজ ‘মহারানী’র চতুর্থ সিজন দিয়ে আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে একটি বিহাইন্ড দ্য সিনের ছবি শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা অত্যন্ত উচ্ছ্বসিত।
ছবিতে হুমাকে কালো টি-শার্ট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে ‘কুইন ইজ ব্যাক’, এবং একজন ক্রু সদস্য তার মাথার ওপর ছাতা ধরে আছেন। এ ছবির ক্যাপশনে হুমা লিখেছেন, ‘এবার সময় এসেছে সিজন ৪-এর!!! টিম মহারানী আবার ফিরে এসেছে। আমার প্রযোজক সাহিবা আমার এ ছবি তুলেছেন।’ তিনি আরও লেখেন, ‘প্রিয় দর্শক, আপনাদের অফুরন্ত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ ভালোবাসা আরও উচ্চতায় এগিয়ে যাক।’
‘মহারানী’ সিরিজটি ২০২১ সালে সনি লাইভে মুক্তি পায়। ‘মহারানী’ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে এর দৃঢ় কাহিনী এবং শক্তিশালী অভিনয়ের জন্য। হুমা কুরেশিকে সর্বশেষ ২০২৩ সালে ‘টার্লা’ সিনেমায় দেখা যায়, যা পরিচালনা করেন পীযূষ গুপ্ত।