× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানের জনসমুদ্রে বাচ্চুর জন্য ভালোবাসা উড়িয়ে দিলেন জেমস-বাপ্পারা

মহিউদ্দিন আলী মাহি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৬ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫২ পিএম

ছবি : ফারহান ফয়সাল

ছবি : ফারহান ফয়সাল

দিনটি ছিল ব্যান্ডের। দিনটি ছিল ব্যান্ডভক্তদের। দিনটি ছিল প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুকে ভালোবাসা জানাবার। শুক্রবার (২ ডিসেম্বর) দিনভর হয়ে গেল ব্যান্ড দিবস উপলক্ষে বিশাল কনসার্ট। এতে গেয়েছে ১৬টি ব্যান্ড, সুরের মূর্ছনায় ভেসেছেন হাজার হাজার ব্যান্ড গানের অনুরাগী। তাকে স্মরণ করেই শুরু হয় ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’।      

এদিন সকল ব্যান্ড তারকার হৃদয়ে যেন ভর করেছিলেন আইয়ুব বাচ্চু। তিনি স্বর্গ থেকে শুনছিলেন ভক্তদের উল্লাস আর পাচ্ছিলেন সহকর্মীদের হৃদয়ছোঁয়া ভালোবাসা। ১৬ দলের কনসার্টটি আয়োজন করা হয় শহরের আর্মি স্টেডিয়ামে। যেটি শুরু হয় শুক্রবার দুপুর আড়াইটায়। তবে গেট খুলে দেওয়া হয় দুপুর ১২টা ৩০ মিনিটেই। তখন থেকেই ঢুকতে থাকেন দর্শক।    
দর্শকের ভালোবাসায় সিক্ত রেনেসাঁ ও মাকসুদ এবং ঢাকা ব্যান্ড

শুরুতেই কনসার্ট মাতিয়ে রাখে ভাইকিং, পেন্টাগন, অবসকিওর, ফিডব্যাক, পাওয়ারসার্জের মতো ব্যান্ডগুলো। যারা গানে গানে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান, ভালোবেসে স্মরণ করেন ব্যান্ডের কিংবদন্তি এবিকে। পাওয়ারসার্জ ব্যান্ডের ভোকালিস্ট জামশেদ চৌধুরী মঞ্চে উঠে প্রথমেই আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানান এবিকে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি সময় ছিল এই মঞ্চের সামনে দাঁড়িয়ে আমরা বাচ্চু ভাই ও জেমস ভাইয়ের গান শুনতাম। গলা ফাটিয়ে তাদের গান গাইতাম। চিৎকার করে বলতাম, ভালোবাসি ভাই, ভালোবাসি গুরু। আজ বাচ্চু ভাই স্বর্গ থেকে আমাদের গান শুনছেন। তার প্রতি রইল রকিং ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি আছেন আমাদের হৃদয়ে, আছেন ব্যান্ড সংগীতের সঙ্গে। লাভ ইউ বাচ্চু ভাই। আমরা আপনাকে ভালোবাসি।’ 

কনসার্টে গাইছে পাওয়ারসার্জ 

এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামতে থাকে আর্মি স্টেডিয়ামে। অপেক্ষায় দর্শক, কখন মঞ্চে আসবে তাদের পছন্দের ব্যান্ডগুলো। মাগরিবের আজান শেষে মঞ্চে ওঠে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। গান শুরু করে তারা। তাদের সঙ্গে গলা ছেড়ে গাইতে থাকে আর্মি স্টেডিয়ামের জনসমুদ্র। মঞ্চে উঠেই ‘বন্ধ জানালা’ দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে দলটি। একা পাখি, বোহিমিয়ান, এই অবেলায় ও হাসিমুখ দিয়ে কনসার্ট রঙিন করে দেয় জিয়া ও তার দল। 

এর মধ্যে ‘হাসিমুখ’ গানটি শিরোনামহীন উৎসর্গ করে আইয়ুব বাচ্চুকে। আকাশের দিকে তাকিয়ে শিরোনামহীনের ভোকাল ইশতিয়াক বলেন, ‘বাচ্চু ভাই, এই গানটি আপনার জন্য।’ 
কনসার্ট মাতিয়ে রাখে শিরোনামহীন

এরপর নব্বইয়ের দশকের রেনেসাঁ ও দলছুট মঞ্চে আসে। দলছুট তাদের সহকর্মী সঞ্জীব চৌধুরীকে স্মরণ করে গেয়ে ওঠে, ‘আমি তোমাকেই বলে দেবো, কী যে একা দীর্ঘরাত, আমি হেঁটে গেছি বিরান পথে’ গানটি। এ গান দলছুট প্রধান বাপ্পা মজুমদার শুধু শুরুই করেছিলেন, শেষ করেছে দর্শক। মঞ্চ ছাড়ার আগে বাপ্পা বলে গেলেন, ‘বাচ্চু ভাই ভালোবাসা নেবেন, আপনি আমাদের মাঝে বেঁচে আছেন চিরকাল।’
দলছুট নিয়ে কনসার্ট মাতান বাপ্পা মজুমদার

এরপর মঞ্চে আসে দেশের আরেক রক ব্যান্ড ‘অর্থহীন’। গাইলেন নিজেদের জনপ্রিয় সব গান। মাতিয়ে দিয়ে গেলেন অদ্ভুত ছেলেদের। 

তখন শীতের রাত কুয়াশাস্পর্শে খানিকটা ঝিমাতে শুরু করেছে। এমন সময় মঞ্চে উঠে এলেন সবার প্রিয় গুরু, কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ ‘নগরবাউল’-এর জেমস। মঞ্চে উঠেই দুষ্টু ছেলের দলের উদ্দেশে ঘোষণা দিলেন, ‘আজ গান হবে। আজ সব হবে।শুরুতেই ‘পদ্মপাতার জল’ গাইলেন। এরপর একে একে গাইলেন ‘দুষ্টু ছেলের দল’, ‘তারায় তারায়’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’ ও ‘ভিগি ভিগি’ গানগুলো। যাবার আগে হাত ওপরের দিকে রেখে কিছুটা নীরব হয়ে রইলেন জেমস। স্টেডিয়ামজুড়ে সুনসান নীরবতা। জেমস হয়তো দীর্ঘদিনের ভাই-বন্ধু আইয়ুব বাচ্চুকেই স্মরণ করেছিলেন। মঞ্চ থেকে নামার আগে উড়ন্ত চুমু উড়িয়ে দিয়ে ভক্তদের বলে গেলেন, ‘তোমরা আছ যতদিন, আমি আছি ততদিন। বেঁচে থাকলে আবার দেখা হবে।’ 
কনসার্টে প্রধান আকর্ষণ হয়েছিলেন জেমস

জেমসের পর পর্যায়ক্রমে মঞ্চে ওঠে সোলস, মাইলস, আর্টসেল ও ওয়ারফেজের মতো জনপ্রিয় দলগুলো। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে মাতিয়ে রাখে তারা মধ্যরাত অবধি।

দেশের ব্যান্ডসংগীতের অবিচ্ছিন্ন একটি নাম আইয়ুব বাচ্চু। ব্যান্ডসংগীতকে বাঁচিয়ে রাখতে সবসময় সামনে থেকে যুদ্ধ করে গেছেন। উৎসাহ দিয়েছেন নবীনদের। বার্তা দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার। তার সেই ভাবনার সূত্রেই প্রায় ৯ বছর আগে কিংবদন্তি এই মিউজিশিয়ান প্রস্তাবনা রাখেন ব্যান্ড দিবসের। তার সেই উদ্যোগকেই সম্মান জানিয়ে ১ ডিসেম্বরকে ব্যান্ড দিবস ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। প্রতিবছরের এই দিনে পালিত হবে দিবসটি। আর ডিসেম্বরের প্রথম শুক্রবার হবে একটি কনসার্ট। যার প্রথমটি হয়ে গেল গতকাল। আগামী বছরগুলোতে চলমান থাকবে এই আয়োজন, প্রতিশ্রুতি দেন বামবার সভাপতি ও মাইলসের ব্যান্ড তারকা হামিন আহমেদ। শুধু তা-ই নয়। তিনি জানান, আগামীতে এই কনসার্ট দুই দিনব্যাপী করার ইচ্ছা আছে তাদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা