× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা, ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম

অভিনেতা আজিজুর রহমান আজাদ

অভিনেতা আজিজুর রহমান আজাদ

নতুন প্রজন্মের অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি ভোরে আশুলিয়ায় আজাদের নিজ বাড়িতে ডাকাতের হামলা হয়। এসময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তির জেরে অভিনেতা আজাদকে উদ্দেশ্য করে গুলি করা হয়। তার পায়ে তিনটি গুলি লেগেছে।

এ খবর নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি নাটক ও সিনেমার নির্মাতা তপু খান। তিনি বলেন, ভোরে আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তপু খান বলেন, বর্তমানে আজাদ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন। তার এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। জ্ঞান আছে। চিকিৎসকরা বলছেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিড়ে বের হয়ে গেছে। রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজাদের স্ত্রীও মাথায় আঘাত পেয়েছে। তার মা পায়ে আঘাত পেয়েছে।

আশুলিয়া থানায় প্রাথমিকভাবে জিডি করা হয়েছে। আজাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তপু। তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর হয়। টের পাওয়ার পর চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়।

অভিনয়শিল্পী আজাদের আহত হওয়ার খবর শুনে পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘আমরা নিরাপত্তা চাই। আল্লাহ রহম করো। দেশে শান্তি দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে জাগ্রত হন।’ 

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা