প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩ পিএম
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক, নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গেই তিনি গাঁটছড়া বাঁধছেন। আজ, ২৩ ফেব্রুয়ারি, শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ—গায়ে হলুদ। আর আগামীকাল সম্পন্ন হবে বহুল প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান।
জানা গেছে, সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছেন কনে মেহজাবীন। শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক অনাড়ম্বর কিন্তু নিয়ন্ত্রিত পরিসরে উদযাপন হচ্ছে হলুদ সন্ধ্যা। অতিথিদের জন্য কড়া নির্দেশ—তোলা যাবে না কোনো ছবি বা ভিডিও। নির্ধারিত সময়ের মধ্যে সবাই আসবেন, নবদম্পতিকে আশীর্বাদ করবেন, তারপর জমবে আড্ডা ও খাবারের আয়োজন।
রাজধানীর অদূরে একটি বিলাসবহুল রিসোর্টে চলছে গায়ে হলুদের এই আয়োজন, যা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। একই ভেন্যুতে আগামীকাল বসবে বিয়ের আসর, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে আনন্দ-উৎসব আর বিয়েবাড়ির বিশেষ খাবারের আয়োজন।
বহুদিন ধরেই মেহজাবীন ও রাজীবের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে দু’জনেই এ নিয়ে বরাবরই ছিলেন নিরব। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো, মেঘের আড়াল থেকে উঁকি দিল সূর্যের আলো। মডেল ও অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা মেহজাবীন এখন চলচ্চিত্রের মঞ্চেও নিজের জায়গা পাকা করেছেন। আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের মন জয় করা তার কাজের জন্য তিনি প্রশংসিত। অন্যদিকে, রাজীবও বিজ্ঞাপন ও নির্মাণ জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, প্রযোজক হিসেবেও শুরু করেছেন নতুন যাত্রা।
এই শুভ মুহূর্তে ভক্তরা অপেক্ষায় আছেন নতুন জীবন শুরুর আনন্দঘন মুহূর্তের জন্য।