× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজের প্রতি পরীর কীসের ক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে সন্তানের প্রতি দায়িত্ব ও ত্যাগ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এতে তিনি স্পষ্টভাবে তার সন্তানের বাবা শরিফুল রাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

পরীমনি তার পোস্টে মা হিসেবে নির্ঘুম রাত কাটানোর কষ্টের কথা তুলে ধরেন এবং একা মা হওয়ার কঠিন বাস্তবতার কথা জানান। তিনি বলেন, ‘রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না, আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।"

তিনি আরও বলেন, ‘রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না!?’ পরীমনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে, বাবার ভূমিকা পালন না করেও অনেকে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা আবেগ দেখান, যা তিনি মেনে নিতে পারছেন না।


পরীমনি তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাবা হিসেবে শরিফুল রাজের প্রয়োজন নেই। তিনি লেখেন, ‘পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাবা মোটেও দরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে।’

পরীমনিএই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই পরীমনির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন। তবে এটি স্পষ্ট, পরীমনি তার সন্তানের জন্য একাই লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা