× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের গুঞ্জনে নার্গিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৯ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি অভিনেত্রীর বিয়ের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। যদিও তারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি থেকেই এ গুঞ্জন।

বলি ব্লাইন্ডস অ্যান্ড গসিপ তাদের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছে, যেখানে দেখা গেছে একটি মাল্টি-টায়ারড ওয়েডিং কেক, যার ওপরে ইংরেজিতে লেখা ছিল ‘হ্যাপি ম্যারেজ’। সেই সঙ্গে আরও ছিল এনএফ এবং টিবি লেখা প্ল্যাকার্ডও।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে। নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড ভ্রমণের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও পুনরায় শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া গেছে, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

এ ছাড়া অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে তার আঙুলে বিয়ের আংটি দেখা গেছে, যেখানে তিনি টনির সঙ্গে সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন। প্রায় তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন নার্গিস ও টনি। ২০২১ সালের শেষের দিকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি তারা দুবাই ভ্রমণে গিয়েছিলেন, সেখানেও একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন টনি। তবে তারা কেউই এ বিষয়ে এখনও কিছু বলছেন না। তাই অভিনেত্রীর ভক্তদের অপেক্ষা করতে হবে পুরো বিষয় জানতে।

অন্যদিকে, নার্গিস ফাখরির অভিনয় ক্যারিয়ার বেশ ভালো যাচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘হরি হর বীরা মাল্লু : পার্ট ওয়ান’ এবং ‘হাউসফুল ফাইভ’ সিনেমা দুটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা