প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক মাতৃত্বের দুই মাসের মাথায় ফিরে এলেন কাজে। ডিসেম্বরে কন্যাসন্তান জন্ম দেওয়ার পর এ প্রথম ক্যামেরার সামনে হাজির হলেন তিনি। বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড শোর জন্য ড্যান্স পারফরম্যান্সের শুটিং করেছেন কোয়েল।
প্রথম সন্তানের পর নিয়মিত যোগাসন, নাচ ও পিলাটেস করে দ্রুত নিজেকে ফিট করে তুলেছিলেন কোয়েল। এবারও ব্যতিক্রম হয়নি। সন্তান জন্মের পর থেকেই চিকিৎসকের পরামর্শে শরীরচর্চা ও মেডিটেশন চালিয়ে গেছেন। কোয়েল বলেন, ‘ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতার মধ্যে বড় হয়েছি। অভিনয় যেমন আমার ভালোবাসা, তেমনই মা হিসেবে সন্তানদের জন্য ফিট থাকাটাও জরুরি। তাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম চালিয়ে গেছি।’
কোয়েলের কথায়, ‘অনেক দিন পর মঞ্চে ফিরে অন্যরকম অনুভূতি হলো। ছোটপর্দার ১০ জন জনপ্রিয় অভিনেতার সঙ্গে নাচের পারফরম্যান্স করলাম। শেষবার পারফর্ম করেছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার আগে, তাই এবার অভিজ্ঞতাটা বেশ স্পেশাল।’
মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে কোয়েল তিনটি সিনেমার শুটিং শেষ করেছিলেন। মুক্তির অপেক্ষায় আছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’ ও ‘একটি খুনির সন্ধানে মিতিন’। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’-এ কোয়েলের সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমায় আবারও মিতিন মাসির ভূমিকায় ফিরছেন কোয়েল। আর ‘স্বার্থপর’ ছবিতে দীর্ঘদিন পর বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
নতুন কিছু প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে। আপাতত চিত্রনাট্য পড়ছেন, গল্প পছন্দ হলেই নতুন কাজে যুক্ত হবেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক।