প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি মন দিয়েছেন ব্যবসায়ও। মাতৃত্বের সময় মা ও বাচ্চাদের প্রয়োজনীয় সব পণ্য নিয়ে অনলাইনে ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছেন এ চিত্রনায়িকা। ফেসবুকে এখন নিয়মিত ব্যবসার প্রচার চালিয়ে যাচ্ছেন পরী। সঙ্গে প্রকাশ করছেন অভিনয় ও ব্যক্তিজীবনের নানা কথাও। তারই ধারাবাহিকতায় এবার পরীমনি ফেসবুকে লিখলেন নিজের অভিজ্ঞতার কথা।
নায়িকার কথায়, ‘এই এক জীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ/দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে…। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা। একদমই একা।’
সবার জীবনে এ সময়টা আসুক উল্লেখ করে পরী বলেন, ‘প্রত্যেকটা মানুষের জীবনে এ সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদ্যাপন বা উপভোগের লোকের যেমন অভাব পড়ে না ঠিক, তেমন আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’
সবশেষে পরীমনি বলেন, ‘এখানে একবার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর…।’
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নেমেছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি। পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’।
এদিকে পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে প্রেমের গুঞ্জন। এ বিষয়ে পরীমনির কাছে জানতে চাইলে পরী বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধছেন এ দুই তারকা। গেল মাসে গোলাপের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে। গোলাপে যুক্ত হয়ে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শক পছন্দ করবেন।’