× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছর পর ‘কাকাবাবু’ চরিত্রে ফিরছেন প্রসেনজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও ফিরছেন কাকাবাবু চরিত্রে। প্রায় তিন বছর পর বড় পর্দায় তার প্রতাপশালী চরিত্রটির নতুন অভিযান দেখতে চলেছেন দর্শক। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতায়, এবারে তিনি ফিরছেন এক নতুন চ্যালেঞ্জের সঙ্গে। এটি পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। এর আগে পরিচালক ‘নিরন্তর’ ছবিতে প্রসেনজিৎকে নিয়ে কাজ করেছিলেন।

শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অফিসে জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবির ঘোষণা করা হয়েছে। ‘বিজয়নগরের হিরে’ কাহিনির ভিত্তিতে নির্মিত নতুন ছবিটি কাকাবাবুর এক নতুন অভিযানের গল্প বলবে। এতে প্রসেনজিৎ ছাড়া, সন্তুর চরিত্রে অভিনয় করছেন অর্ঘ্য বসু রায়। আগের ছবি ‘দাবাড়ু’-তে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অর্ঘ্য। এছাড়া, ছবিতে ব্রত বন্দ্যোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্যসহ আরও কয়েকজন বিশিষ্ট অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।

এর আগে, ২০১৩ সালে কাকাবাবু সিরিজের প্রথম ছবি ‘মিশর রহস্য’ মুক্তি পেয়েছিল, এরপর ২০১৭ ও ২০২২ সালে যথাক্রমে ‘ইয়েতি অভিযান’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পায়। 

সৃজিতের পর চন্দ্রাশিসের হাত ধরে আরও এক ধাপ এগোল কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি। এই ছবিতে তিনি কী চমক হাজির করেন, তা জানার অপেক্ষা। এই মুহূর্তে নির্মাতারা ছবির অন্যান্য চরিত্রের অভিনেতা নির্বাচন করছেন। খুব শীঘ্রই শুরু হবে শুটিং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা