প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫ এএম
মন দুয়ারী নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
বর্তমানে সিনেমার দর্শক প্রায়ই অভিযোগ করেন, অনেক নাটক চলচ্চিত্রের মতো সাজিয়ে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়, যা তাদের বিভ্রান্ত করে। এমন পরিস্থিতিতে মন দুয়ারী নামক একটি নাটক সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছে। এটি দেখে দর্শক এমন দাবি করছেন যে, নাটকটি যদি সিনেমা হিসেবে মুক্তি পেত, তবে প্রেক্ষাগৃহে উপভোগ করার অনুভূতি আরও বেশি সম্পূর্ণ হতো।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি সিএমভি প্রযোজিত এ নাটকটি ইউটিউবে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টায় ১ মিলিয়ন ভিউর মাইলফলক ছুঁয়েছিল, এবং এক দিন পরই ৩ মিলিয়ন ভিউর চিহ্নে পৌঁছায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরেও অবস্থান করছে এটি। দর্শক কমেন্টস সেকশনে নাটকটি প্রশংসায় ভাসাচ্ছেন।
নাটকটির গল্পে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসা অপূর্ব গ্রামে তার দাদিকে ‘বেটার লাইফ’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চান, কিন্তু দাদি দেশে থাকতে চান। এ পারিবারিক সংকটে তীব্র অনুভূতির মিশ্রণ দেখা যায়, আর নাটকটির দৃশ্যায়ন এবং গানগুলো একে যেন সিনেমার মতো অনুভব করায়। বিশেষত গল্পের ফ্যামিলি সেন্টিমেন্ট ও রোমান্টিক আঙ্গিক একে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার স্বাদ দিয়েছে।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, তিনি কেবল একটি গল্প বলার চেষ্টা করেছেন এবং দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, তিনি কোনো সময়ই ভাবেননি এটি নাটক হবে নাকি সিনেমা, বরং তার লক্ষ্য ছিল দর্শকের হৃদয়ে এটি বসিয়ে দেওয়া। প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ভবিষ্যতে এমন আরও বড় ক্যানভাসের ফ্যামিলি ড্রামা নির্মাণের পরিকল্পনা রয়েছে সিএমভির। এ নাটকটি একদম আলাদা কিছু সৃষ্টি করেছে এবং সেটি স্বাভাবিকভাবেই সিনেমার গুণাগুণের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।
এদিকে অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও প্রথমবার কাজ করেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেন কাজল আরেফিন অমি। ওটিটির পেইড ভার্সনের একটি অ্যাপের জন্য নির্মাণ করা হয়েছে ফিল্মটি। এটি গত ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। তবে কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারেননি। নির্মাতা অমি বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে পারিনি। এখন আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে ভালোবাসার গল্পে নির্মিত এ ফিল্মটি।’
অপূর্ব বলেন, ‘কাজটি অনেক ভালোবাসার। গল্পটিও দারুণ। এর শুটিং অভিজ্ঞতার পেছনেও অনেক গল্প রয়েছে যা সবার জানা। ভালোবাসা দিবসে এটি মুক্তি পায়নি, তাতে অনেকেই হয়তো হতাশ হয়েছেন। ঈদে আসবে ফিল্মটি। আশা করি সবার ভালো লাগবে।’
ফারিণ বলেন, ‘আমাদের অনেক পরিশ্রমের কাজ এটি। কাজটি ভালো করার জন্যই একটু সময় নেওয়া। অপেক্ষার পর দর্শক যখন দেখবেন, তখন আশা করি ভালো লাগবে।’