× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রবিলাসে মিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১ এএম

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিদ্যা সিনহা মিমের অবকাশযাপনের বেশ কিছু ছবি। ভালোবাসা দিবস ঘিরে আর কিছুটা সময় একান্তে কাটাতে এবার ভ্রমণের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন মালদ্বীপ।

সেখানে একেক দিন তাকে ফ্রেমবন্দি হতে দেখা গেছে একেক লুকে। কখনও নীল, কখনও আবার লাল। অভিনেত্রী যেকোনো আউটফিটেই মানানসই। ওয়ান শোল্ডার কাটআউট রঙিন সুইমস্যুটের সিম্পল লুকে অপরূপ মিম। মিমের শেয়ার করা ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এ নায়িকার অনুরাগীর অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদনজগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হ‍ুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এর পর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর দামাল, অন্তর্জাল মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন ছবির প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি। শিগগিরই আসবে সেসব ছবির ঘোষণা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা