× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে গেল ‘কারাগার ২’, মন খারাপ চঞ্চলের

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:২২ পিএম

পিছিয়ে গেল ‘কারাগার ২’, মন খারাপ চঞ্চলের

বাংলায় নির্মিত অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’। এটি নির্মাণ করেছেন শাওকী। এতে অভিনয় করে দুই বাংলার দর্শককে মুগ্ধ করেছেন ডাইনামিক অভিনেতা চঞ্চল চৌধুরী। সিরিজটি প্রচার হয় ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-তে। প্রথম সিরিজ প্রচার হতেই তুমুল সাড়া ফেলেছিল। সবাই অপেক্ষায় ছিলেন কবে আসবে দ্বিতীয় পর্ব? প্রথম পর্বের রহস্যউন্মচন দেখতে মুখিয়ে আছেন দর্শক। 

জানা গিয়েছিল হইচই ‘কারাগার ২’ নিয়ে আসবে চলতি মাসের ১৫ তারিখ। বিষয়টি এক প্রকার নিশ্চিতি ছিল। 

তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কারণে মুক্তির দিনটি পিছিয়ে দিয়েছেন তারা। এক সপ্তাহ পিছিয়ে ২২ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে ‘কারাগার ২’। 

বিষয়টি নিয়ে প্রতিদিনের বাংলদেশের সঙ্গে কথা হয় পরিচালক সাওকীর। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ওপার বাংলার মানুষ, একটি ফুটবল প্রিয় জাতি। সবাই দিনের বেলা অফিস শেষ করে এখন বিশ্বকাপের জন্য নিজেদের সময় বের করে রাখেন। রাত হলেই তারা টেলিভিশনের সামনে খেলা দেখতে বসে যান। 

এমন সময় ওয়েব সিরিজটি মুক্তি দিতে চাই না। তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ২২ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে ‘কারাগার ২’। আর পেছানো হবে না।’       

তবে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি তার ফেসবুক একাউন্টে মুক্তির নতুন তারিখ নিয়ে একটি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘বিশ্বকাপ ফুটবলের কারণে ‘কারাগার ২’ আসছে এক সপ্তাহ পর।’ এরপর মুক্তির নতুন তারিখ উল্লেখ করে একটি প্রশ্ন ছুঁড়ে দেন চঞ্চল। তিনি লেখেন, ‘২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে। এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’

সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা