× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার ভাষার চলচ্চিত্র উৎসবে 'হীরালাল সেন পদক' পেল ‘পেয়ারার সুবাস’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১'-এ এবার 'হীরালাল সেন পদক' পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা 'পেয়ারার সুবাস'। এই পুরস্কারের মাধ্যমে উৎসবের পর্দা নামল।

এই বছর চারটি সিনেমা মনোনয়ন পেয়েছিল এই পুরস্কারের জন্য, যার মধ্যে 'পেয়ারার সুবাস' ছিল সেরা। সিনেমাটিতে জয়া আহসান এবং আহমেদ রুবেল অভিনয় করেছেন। অন্য তিনটি সিনেমা ছিল 'কাজলরেখা', 'নকশীকাঁথার জমিন', এবং 'প্রিয় মালতী'।

প্রতি বছর বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অগ্রদূত হীরালাল সেন এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই পদক প্রদান করে। এক বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্রকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

এবার 'পেয়ারার সুবাস' সিনেমার জন্য নির্মাতা নুরুল আলম আতিকের পক্ষে  হীরালাল সেন পদক গ্রহণ করেন শ্যামল শিশির। পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান।

অন্যান্য পুরস্কারের মধ্যে 'কাজলরেখা' সেরা চিত্রনাট্য, 'প্রিয় মালতী' সেরা শব্দশৈলী, এবং 'নকশী কাঁথার জমিন' সেরা চিত্রগ্রহণ পুরস্কার অর্জন করেছে।

এই পাঁচ দিনের উৎসবটি ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে, ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা