× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গেল কয়েক বছরে তাকে নাটকে প্রায় দেখাই যায় না বলা চলে। সিনেমায় মন দিয়েছেন ছোটপর্দার বড় তারকা সজল। তাই বিরতি দিয়েছেন ছোটপর্দায়। আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া আবারও হাজির করছে জ্বীন’ সিরিজের নতুন কিস্তি ‘জ্বীন থ্রি’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান, যার হাত ধরেই আগের কিস্তি মোনা : জ্বীন টু মুক্তি পেয়েছিল।এই ছবি দিয়ে প্রথমবারের মতো ফারিয়া বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে।

চলতি মাসের গোড়ায় মুন্সিগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর গত সোমবার নবাবগঞ্জে দৃশ্যধারণ শেষ করে পুরো টিম ফিরেছে ঢাকায়। নির্মাতা জানিয়েছেন, রোজার আগেই একটি গানের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হবে।

২০২৩ সালে রোজার ঈদে মুক্তি পাওয়া জ্বীন দর্শকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছিল। এর পরের বছরই আসে সিক্যুয়েল মোনা : জ্বীন টু, যা একইভাবে রোজার ঈদে মুক্তি পায়। সে ধারাবাহিকতায় এবারও রোজার ঈদে আসছে জ্বীন থ্রি। পরিচালক রোমান নতুন এ কিস্তি নিয়ে বেশ আশাবাদী, যদিও এখনই সিনেমার গল্প নিয়ে কিছু বলতে চান না। নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজা ঈদেই ছবিটি মুক্তির ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে।

প্রথম জ্বীন সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছিলেন সজল। তবে সিক্যুয়েল জ্বীন টুতে ছিলেন না তিনি। এবার আবার ফিরেছেন জ্বীন থ্রি নিয়ে। দীর্ঘদিন পর এ সিরিজে ফিরতে পেরে উচ্ছ্বসিত সজল, তবে চ্যালেঞ্জটাও কম নয়! নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে বেশ প্রস্তুতি নিয়েছেন। নাটক থেকে সাময়িক বিরতি নিয়ে পুরোপুরি সিনেমাটির চরিত্রের সঙ্গে মানিয়ে নিতেও কাজ করেছেন। সজল বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যত্ন নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকের মন ভরাবে।’

এবারের কিস্তি কি দর্শককে আরও বেশি শিহরন জাগাবে? এর উত্তর মিলবে রোজার ঈদে, যখন পর্দায় উন্মোচিত হবে জ্বীন থ্রির রহস্য!


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা