প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
দুই বাংলায় সমান জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনয়ে সাফল্য পেয়েছেন ঠিকই, তবে তার ব্যক্তিগত জীবন বিশেষ করে প্রেম ও বিবাহবিচ্ছেদের গল্প নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়। কিন্তু যত সমালোচনা বা গুঞ্জনই উঠুক, এসব কখনোই গুরুত্ব দেন না তিনি।
শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় ২০০৩ সালে নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে। প্রথম দিকে সুখেই চলছিল সংসার, তবে আট বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। এরপর দীর্ঘদিন প্রেম করে ২০১৭ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন। তবে দেড় বছর পার হতে না হতেই সে সম্পর্কও ভাঙনের মুখে পড়ে। এরপর ২০১৯ সালে নতুন করে ঘর বাঁধেন জিম ট্রেইনার রোশন সিংয়ের সঙ্গে। কিন্তু এ সংসারও বেশি দিন টেকেনি। সম্পর্কের টানাপড়েন গড়িয়েছে আদালত পর্যন্ত, যদিও শ্রাবন্তী কখনোই এসব নিয়ে প্রকাশ্যে মাথা ঘামাননি।
ব্যক্তিগত জীবনে এত উত্থানপতনের পরও শ্রাবন্তী কখনও থেমে থাকেননি। সব বিতর্ক পাশ কাটিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করেছেন। ভক্তদের মনে দীর্ঘদিন ধরেই প্রশ্নÑ শ্রাবন্তী কি আবার জীবন নতুন করে সাজানোর কথা ভাবছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সোজাসাপ্টা উত্তর দিয়েছেন, এখনই এমন কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতেও হবে কি না বলা মুশকিল।
তবে প্রেম নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি বলেন, ‘প্রেমে তো থাকিই, কিন্তু সবাই ভবিষ্যৎ ভাবতে শুরু করে! আমার ক্ষেত্রে সময় লাগে কিছুটা। প্রত্যেকেরই নিজের মতো বাঁচার অধিকার আছে। কিন্তু না, সমাজের চোখরাঙানিÑ “তিন-চারটা বিয়ে!” এসব নিয়ে আমি একদমই চিন্তিত নই।’
শ্রাবন্তী তাই বরাবরের মতোই নিজের শর্তে জীবন উপভোগ করে যাচ্ছেন, সমাজের রক্তচক্ষু বা সমালোচনা তাকে কখনোই দমিয়ে রাখতে পারেনি!