প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। তার গ্রন্থনা ও উপস্থাপনায় শিল্প-সাহিত্য ও সেলিব্রিটি শো ‘কবিবাড়ি’। দেশের একমাত্র সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ। চ্যানেলটি কবিবাড়ি অনুষ্ঠানটি পাঁচ বছর যাবৎ ভাষার মাসজুড়ে প্রতিদিন নিয়মিত প্রচার করে আসছে।
অনুষ্ঠানটির নাম কবিবাড়ি হলেও তারকাবহুল কবিবাড়িতে অতিথি হয়ে ইতোমধ্যে এসেছেন কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, কণ্ঠশিল্পী, রাজনীতিবিদ, চিত্রনায়ক-নায়িকা, নাট্যব্যক্তিত্বসহ জীবন্ত কিংবদন্তি গুণিজনেরা।
কবিবাড়িতে ‘আসেন যেজন/তারাই দেশের অমূল্যধন’ উপস্থাপক আসাদ কাজল যখন এ কথা উপস্থাপন করেন তখন এ কথার সত্যতা মেলে নিম্নোক্ত আমন্ত্রিত অতিথিদের তালিকা দেখে । ইতোমধ্যে কবিবাড়িতে এসেছেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, মোহন রায়হান, অসীম সাহা, জুয়েল আইচ, সেলিনা হোসেন, সৈয়দ মন্জুরুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, শেখ সাদী খান, আবুল হায়াত, আবুল কাসেম ফজলুল হক, খুরশীদ আলম, আবু সালেহ, বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ আজম, হাসান হাফিজ, আবু সঈদ খান, দিলারা জামান, রোজিনা, সলিমুল্লাহ খানসহ বরেণ্য শতাধিক তারকা গুণিজন।
কবিবাড়ি প্রসঙ্গে
আসাদ কাজল বলেন, অনেকদিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে কবিবাড়ি দাঁড় করিয়েছি। এটি আমার
স্বপ্নের একটি প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল এ কবিবাড়ি অনুষ্ঠানটি আমি
অনেক দূর নিয়ে যেতে চাই। আশা করি দর্শক উপভোগ করবেন। ইতোমধ্যে তারকাসমৃদ্ধ অনুষ্ঠান
কবিবাড়ি সাড়া ফেলেছে। প্রচারিত পর্বগুলো আলোচনায় এসেছে।