× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোনালিসার বলিউড যাত্রা, অভিষেক সিনেমায় পারিশ্রমিক পাচ্ছেন কত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত মহাকুম্ভ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলের। খারগাঁওয়ের এ তরুণী এবার বলিউডে যাত্রা করতে যাচ্ছেন। জানা গেছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে মোনালিসাকে।

সংসারের অভাবের কারণে কুম্ভ মেলায় এসেই শোবিজ থেকে ডাক পেয়েছিলেন এ মালা বিক্রেতা। এর আগে জানা গেছে, তিনি নাকি আল্লু অর্জুনের নায়িকা হতে যাচ্ছেন। এমন জল্পনা-কল্পনার মাঝেই মোনালিসার বলিউডে অভিষেকের সংবাদ শোনা গেল।

প্রথম সিনেমায় মোটা অংকের পারিশ্রমিক পাচ্ছেন মহাকুম্ভের এ ভাইরাল হওয়া মোনালিসা। বলিউড সূত্রে জানা যাচ্ছে, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার জন্য ২১ লাখ রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ টাকারও বেশি। এরই মধ্যে অগ্রীম পারিশ্রমিক হিসেবে ১ লাখ রুপি দেওয়া হয়েছে মোনালিসাকে। এদিকে তার গ্ল্যামার রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মহাকুম্ভের এ ভাইরাল তারকা। এ নির্মাতা এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি তৈরি করেছিলেন। সেই নির্মাতার হাত ধরেই কেরালায় পাড়ি দিয়েছেন মোনালিসা।

সম্প্রতি নির্মাতার নিজের মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন এ ভাইরাল কন্যা। সেখান থেকে ছবি পোস্ট করে সনোজ মিশ্র মোনালিসার বলিউড যাত্রার সংবাদ দিয়েছেন। জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই এ সিনেমার দৃশ্য ধারণের কাহ শুরু হবে। সিনেমাটিতে রাজকুমার রাওয়ের ভাইয়ের বিপরীতে মোনালিসা ভোঁসলে নায়িকার চরিত্রে অভিনয় করবেন।

মোনালিসার বলিউড যাত্রা তার জীবন ও ক্যারিয়ারে নতুন এক দিগন্তের সূচনা করেছে, এবং অনেকেই তার সফলতার জন্য অপেক্ষা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা