প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত
সংস্কারের জন্য নিয়মিত ও অনিয়মিত সদস্যদের দাবির প্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ গত বছর একটি অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করে। এই কমিটিতে তারিক আনাম খানকে প্রধান করা হয়। কমিটি বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছিল, তবে তা কার্যকর না করেই এবারের এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন আয়োজনের জন্য তারা সময়ের মধ্যে এগোতে চান, এবং সংস্কারের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিনয়শিল্পী সংঘের বর্তমান সভাপতি আহসান হাবীব নাসিম জানিয়েছেন, নির্বাচন আগের নিয়মেই হবে। নির্বাচন কমিশনারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে ২৫ ফেব্রুয়ারি। ১৫ দিনের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৪ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বিভাগের দায়িত্বে থাকবেন দিলারা জামান, আবুল হায়াত ও মামুনুর রশীদ।
সংগঠনের সাধারণ সম্পাদক রওনক হাসান জানান, নির্বাচনের আগে নতুন কোনো সংস্কার প্রস্তাবিত হচ্ছে না। সংস্কার কমিটি প্রস্তাবগুলো পরবর্তী সাধারণ সভায় পাশ করিয়ে গঠনতন্ত্রে যুক্ত করবে।
সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান জানান, তাদের চার মাসের জন্য দায়িত্ব ছিল, যা ১৮ জানুয়ারি শেষ হয়েছে। ৩১ জানুয়ারি সাধারণ সভায় সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, তবে তারপর কোনো পরিবর্তন হয়নি।
অভিনয়শিল্পী সংঘের কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে—যদি কোনো সদস্য সরাসরি রাজনীতিতে যুক্ত হন, তবে তিনি সংঘের নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে সাধারণ সদস্য হিসেবে থাকতে পারবেন। এছাড়া, একই পদে পরপর দুটি নির্বাচন করা যাবে না।