প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত
অস্কারজয়ী জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। বছর খানেক বিরতির পর আবারও ফিরছেন বড়পর্দায়। সিনেমার নাম ‘ডাই, মাই লাভ’। পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি। লরেন্সকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন জিন স্টুপনিটস্কি।
জানা যায়, ‘ডাই, মাই লাভ’ সিনেমায় এক নারীর (লরেন্স) প্রেম ও পাগলামিতে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন তার স্বামীর চরিত্রে, আর স্ট্যানফিল্ড তার প্রেমিকের ভূমিকায়। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সিসি স্পেসেক এবং নিক নল্টেসহ আরও অনেকে।
এখনও সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
জেনিফার লরেন্স ‘হাঙ্গার গেইমস’-এ অভিনয় করে মাত্র ২২ বছর বয়সে তারকা খ্যাতি পান । এরপর বহু হিট সিনেমা উপহার দিয়ে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।