× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন কেট উইন্সলেটের। এক জীবনে হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট অনেক চরিত্রেই অভিনয় করেছেন, ভবিষ্যতেও করবেন। তবে খ্যাতি বা সুনামে হয়তো কখনোই তিনি টাইটানিক সিনেমার রোজকে ছাড়িয়ে যেতে পারবেন না। পৃথিবীজুড়ে এই চরিত্র দিয়েই সুপরিচিত তিনি। অবশ্য বেশ কিছু সিনেমা-সিরিজ প্রযোজনাও করেছেন তিনি। তবে এ বছর নতুন পথে যাত্রা শুরু হচ্ছে কেটের। এবার অস্কারজয়ী এই তারকা অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের।

জানা গেছে, সিনেমাটি হবে কমেডি ও স্পর্শকাতর একটি বিষয়ের গল্প নিয়ে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই-বোনদের সম্পর্কের কথা বলবে এটি। পরিচালনার পাশাপাশি এতে কেট উইন্সলেট অভিনয় করবেন এবং প্রযোজনাও করবেন তিনি।

এতে আরও অভিনয় করবেন টোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল এবং হেলেন মিরেনসিহ অনেকে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন উইনসলেটের ছেলে জো অ্যান্ডার্স। ছবিটিতে কেট সলোমন উইনসলেটের সঙ্গে সহ প্রযোজক হিসেবে থাকবেন। সলোমন এর আগে কেট উইন্সলেটের ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন।

বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিংয়ের জন্য সেট তৈরি করা হয়েছে। দ্রুতই শুরু হবে দৃশ্যধারণ।

সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে এক সাক্ষাৎকারে উইন্সলেট পরিচালক হিসেবে তার যাত্রা নিয়ে কথা বলেন। তিনি জানান, অনেক আগে থেকেই নির্মাণে আসতে তাকে প্রেরণা দিয়েছেন লোকজন। তবে তিনি আগ্রহী ছিলেন না। তবে কেট মনে করেন হলিউডে নারীদের দায়িত্ব ও ক্ষমতায়নের জন্য নির্মাণে আসা জরুরি। সেইসঙ্গে নারী তারকারা নির্মাণে এলে অন্য নারীরাও এখানে কাজ করার অনুপ্রেরণা পাবেন।

তিনি বলেন ‘আমি এখন খুব বেশি করে অনুভব করছি নারীদের এই পেশায় আসা উচিত। আমরা যেন অন্যদের অনুপ্রাণিত করতে পারি’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা