প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
শিরোনামহীন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড। বিগত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ হয়েছে অসংখ্যা গান। গানগুলো শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। । নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন 'গীতিকবিতা সমগ্র’।
শিরোনামহীনের অন্যতম সদস্য সংগীতশিল্পি জিয়াউর রহমান ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। দর্শক শ্রোতারা শিরোনামহীনের অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীন এর গানের কথার সাথে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহুর্ত জড়িয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে।
শিরোনামহীন এবার তাদের প্রকাশিত / অপ্রকাশিত ৮ম অ্যালবাম ‘বাতিঘর’ এর সকল গান ও এযাবতকালের প্রকাশিত সকল গানের লিরিক নিয়ে প্রকাশ করেছে ‘গীতিকবিতা সমগ্র’।
বইটি প্রকাশ করেছে গতিধারা প্রকাশনি। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ১৭ নং প্যাভিলিয়নে গতিধারার স্টলে।