× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে হৃতিকের যোধা আকবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৫ এএম

আজ থেকে ১৭ বছর আগে, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ঐতিহাসিক সিনেমা ‘যোধা আকবর’।

আজ থেকে ১৭ বছর আগে, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ঐতিহাসিক সিনেমা ‘যোধা আকবর’।

আজ থেকে ১৭ বছর আগে, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ঐতিহাসিক সিনেমা ‘যোধা আকবর’। মুক্তির পর এটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এ বিশেষ উপলক্ষে অস্কার কর্তৃপক্ষ (একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস) লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

অস্কারের এ উদ্যোগে নির্মাতা আশুতোষ গোয়ারিকর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সিনেমাটির জন্য দর্শকের ভালোবাসা আমাকে আজও অনুপ্রাণিত করে। মুক্তির সময় থেকে শুরু করে আজকের এ অস্কারের বিশেষ প্রদর্শনীÑ এ পথচলা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এটি শুধু সিনেমার নয়, আমাদের সমৃদ্ধ সংস্কৃতিরও উদ্‌যাপন।’ ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা যোধা আকবর।এ চলচ্চিত্রে মুঘল সম্রাট আকবর ও রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের প্রেমের মহাকাব্যিক গল্প তুলে ধরা হয়েছে। এতে হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আশুতোষ গোয়ারিকরের অনন্য গল্প বলার ধরন, তাদের অন-স্ক্রিন রসায়নের সঙ্গে মিলে যোধা আকবরকে দিয়েছে অবিস্মরণীয় সিনেমাটিক অবস্থান। সিনেমাটি দর্শকের মধ্যে এখনও তুমুল জনপ্রিয়। এর আগে অস্কারের বিখ্যাত পোশাক ডিজাইনার নীতা লুল্লার প্রদর্শনীতে ঐশ্বরিয়া রাইয়ের পরা জমকালো বিয়ের লেহেঙ্গা প্রদর্শিত হয়েছিল। সিনেমাটির সিনেমাটোগ্রাফি, পোশাক ও সংগীত দর্শকের হৃদয় জয় করেছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা