প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪ এএম
ছবি : সংগৃহীত
ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) ২০২৫-এর ৭৮তম আসরে চলচ্চিত্র ও টেলিভিশনের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কৃতদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বাফটার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। বাফটায় আলোচিত ‘দ্য ব্রুটালিস্ট’কে হারিয়ে সেরার শিরোপা ঘরে তুলেছে সিনেমাটি। ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দ্য ব্রুটালিস্টের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় অসাধারণ অভিনয় করে এ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এ সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাইকি।
সেরা চলচ্চিত্র
সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কনক্লেভ। এটি পোপ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্মিত একটি থ্রিলার, যা ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সর্বাধিক মনোনয়ন অর্জন করেছে।
সেরা পরিচালক
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এডওয়ার্ড বার্গার কনক্লেভ ছবির জন্য।
সেরা অভিনেতা
আলোচিত দ্য ব্রুটালিস্ট চলচ্চিত্রের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি
সেরা অভিনেত্রী
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কার্লা সোফিয়া গ্যাসকন ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য।
সেরা পার্শ্ব অভিনেতা
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এডওয়ার্ড নর্টন ‘অ্যা কমপ্লিট আননোন’ ছবির জন্য।
সেরা পার্শ্ব অভিনেত্রী
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সেলিনা গোমেজ এমিলিয়া পেরেজ ছবির জন্য।
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এটি ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত একটি চলচ্চিত্র, যা বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে।
এ ছাড়া বাফটা ফেলোশিপ পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অ্যালফ্রেড হিচকক, যা চলচ্চিত্রের শিল্পরূপে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।