প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ এএম
প্রবা কোলাজ
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ এবার ওটিটিতে। ভালোবাসা দিবস ঘিরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একাধিক নতুন কনটেন্ট।
আইস্ক্রিনে দেখা যাচ্ছে প্রেমের গল্পে ভরা ‘আসবে কি ফিরে?’, বঙ্গতে এসেছে ‘নেক্সট ডোর নেইবার’। অন্যদিকে, নেটফ্লিক্স মাতাচ্ছে হিন্দি রোমান্টিক কমেডি ‘ধুম ধাম’। চলতি সপ্তাহের ওটিটি আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে এখানেÑ
পরীমনির কাগজের বউ
চয়নিকা চৌধুরীর পরিচালনায় কাগজের বউ প্রেক্ষাগৃহ মাতানোর এক বছর পর এবার ওটিটিতে। পরীমনি ও ডি এ তায়েব অভিনীত এ সিনেমাটি বৃহস্পতিবার বঙ্গতে স্ট্রিমিং শুরু হয়েছে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রাণোচ্ছল তরুণী তিতলিকে ঘিরে। ভালোবাসা, বন্ধুত্ব ও পারিবারিক প্রত্যাশার টানাপড়েনে জড়িয়ে পড়ে সে। একদিকে ভালোবাসার মানুষ, অন্যদিকে পরিবারের চাওয়াÑ এ দ্বন্দ্ব নিয়েই এগিয়ে যায় কাহিনী। এতে আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আবুল হায়াত ও দিলারা জামান।
আইস্ক্রিনে আসবে কি ফিরে?
ভালোবাসা দিবসে আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সাগর জাহান পরিচালিত ওয়েব ফিল্ম ‘আসবে কি ফিরে?’। এখানে খায়রুল বাসার ও তানজিন তিশার রসায়ন দর্শকের আবেগ ছুঁয়ে যাবে।
গল্পের কেন্দ্রবিন্দুতে অসুস্থ এক যুবক, যাকে হঠাৎই বাসায় নিয়ে আসেন এক তরুণী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। ভালোবাসার এ যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, তা নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনী।
নেক্সট ডোর নেইবার
শনিবার থেকে বঙ্গতে দেখা যাচ্ছে নেক্সট ডোর নেইবার। মাহমুদা সুলতানা রীমার পরিচালনায় এ গল্পে আছেন আইশা খান ও পার্থ শেখ।
এতে উঠে এসেছে আদনান ও বিপাশার সম্পর্কের গল্প। ব্যাচেলর আদনানের প্রতিবেশী বিপাশার সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর পরিস্থিতির চাপে স্বামী-স্ত্রীর অভিনয়। কিন্তু অভিনয় করতে করতেই কি সত্যি প্রেমে পড়ে যায় তারা?
নেটফ্লিক্সে ধুম ধাম
শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে হিন্দি রোমান্টিক কমেডি ধুম ধাম। ঋষভ শেঠ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী।
সিনেমার গল্পের শুরু এক নবদম্পতির ফুলশয্যার রাতে। হঠাৎ দরজায় কড়া নাড়ে এক আগন্তুক। তারপর শুরু হয় একের পর এক নাটকীয় ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নববধূই বন্দুক হাতে তুলে নেয় স্বামীকে রক্ষা করতে!
এ সপ্তাহের ওটিটি আয়োজন বেশ জমজমাট। রোমান্স থেকে রহস্য, সব ধরনের গল্পই আছে দর্শকের জন্য।