× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় কোরীয় অভিনেত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪ পিএম

কিম সে–রন

কিম সে–রন

২৪ বছর বয়সেই প্রয়াত হলেন কোরীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র কিম সে–রন। তিনি ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’, ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’, এবং ‘দ্য নেইবার’ সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছিলেন।

রোববার বিকেল সাড়ে ৪টায় সিউলের সংসু-ডংয়ের বাসায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোরীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই ক্ষতির শোক এখন গোটা শিল্পজগতকে শাসন করছে। তাঁর মৃত্যুতে কোরীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এনেছে।

কিমের মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে পুলিশ জানায়, তদন্ত চলছে এবং আপাতত কোনো সন্দেহজনক পরিস্থিতি পাওয়া যায়নি। কিমের এক বন্ধু তাকে একটি পূর্বনির্ধারিত মিটিংয়ে উপস্থিত না দেখতে পেয়ে তার বাসায় গিয়ে মরদেহটি খুঁজে পান।

২০০০ সালে জন্ম নেওয়া কিম ৯ বছর বয়সে অভিনয়ে পা রাখেন। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন, এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সুযোগ পান, যেখানে তিনি সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে উপস্থিত হন। এরপর ‘দ্য নেইবার’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’, এবং ‘দ্য কুইনস ক্লাসরুম’ এর মতো নানা আলোচিত কাজের মাধ্যমে তার ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়। ২০১৮ সালে ‘দ্য ভিলেজার্স’ সিনেমার মাধ্যমে আরও বেশি পরিচিতি পান এ তারকা।

২০২২ সালে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি অভিনয় থেকে বিরতি নেন, তবে ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্ল্যাডহাউন্ডস’-এর মাধ্যমে ফের পর্দায় ফিরে আসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা