× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে সুফি ফেস্টিভ্যাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো সুফি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান শুরু হবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। দিনব্যাপী ফেস্টিভ্যালে থাকবে বিভিন্ন ধরনের লোকসংগীত যেমন পুথিপাঠ, মুরশিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি এবং প্রধান আকর্ষণ হিসেবে কাওয়ালি পারফরম্যান্স, নাফস ও কারার ব্যান্ডের পরিবেশন, দ্য সার্কেল ট্রুপের সুফি রাক্স (রুমি ড্যান্স) এবং সুফি হাদরা।

সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানিয়েছেন, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ সুফি ফেস্টে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি ও ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ও হাদরা কর্মশালা এবং আরও নানা আয়োজন থাকবে। এর পাশাপাশি মেলার স্টলে থাকবে বই, ঐতিহ্যবাহী ঢাকাই খাবার, নবাববাড়ির খাবার, পোশাক, বাদ্যযন্ত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয় এবং নানা ধরনের সুদৃশ্য তৈজসপত্র।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশবিদেশের সুফি মাশায়েখ, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা। আয়োজক শেখ ফাহিম ফয়সাল আরও জানান‌ ‘দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এ ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে।’ যারা সুফি ফেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান। সুফি ফেস্ট মূলত চিরায়ত বাংলার সুফিমেলা। তবে এ মেলার আধুনিকায়ন করে শহরের আবহে সাজানো হয়েছে বলে জানান এ আয়োজক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা