প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
গোয়েন্দা সিনেমা নির্মাতা নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ আনকাট সেন্সর সনদ পেয়েছে। এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করেছে আম্মাজান ফিল্মস।
শুটিং শুরু হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর এবং শেষ হয় ২০২৩ সালের ২০ অক্টোবর। এরপর ডাবিং, কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিকসহ পোস্ট প্রডাকশনের কাজ চলে। ২০২৪ সালের শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর ৬ ফেব্রুয়ারি সিনেমাটি আনকাট সেন্সর সনদ পায়। ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে এ সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে পরিচালক নাসিম সাহনিক জানান, চলচ্চিত্রটি আনকাট সেন্সর পাওয়ায় বেশ ভালো লাগছে। শিগগিরই একটি বিশেষ দিবস টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।
সিনেমাটি নিয়ে প্রযোজক মামুনুর ইসলাম জানান, সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত। চলচ্চিত্রটির রিলিজ নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশবিদেশের দর্শক নানানরকম মাধ্যমে উপভোগ করতে পারবেন।
চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে দর্শকমহলে আলোচনা শুরু হয়েছিল শুটিং চলার সময় থেকে। এতে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, রিতু দত্ত, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পলসহ অনেকে।