প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৬ এএম
বলিউড অভিনেত্রী দিশা পাটানি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি বরাবরই তার মোহনীয় উপস্থিতি এবং সুন্দর হাসি দিয়ে ভক্তদের মনোযোগ আকর্ষণ করেন। বি টাউনের এই ডিভা তার অনন্য ফ্যাশন সেন্সের জন্যও বেশ পরিচিত। তার এ পরিচিতি তাকে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেত্রী হিসেবেও বিবেচিত করে। এবার শোনা যাচ্ছে, গায়ক করণ আওজলা ও ওয়ান রিপাবলিক ব্যান্ডের রায়ান টেডারের সঙ্গে মিলে নতুন একটি গানের কাজ করতে চলেছেন এই সুন্দরী। খবর পিঙ্কভিলার।
এদিকে দিশা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করতে চলেছেন। যেখানে অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত ও জ্যাকুলিন ফার্নান্দেজকেও দেখা যাবে। এর আগে ২০২৪ সালে এ অভিনেত্রী ‘যোদ্ধা’ সিনেমায় লায়লা খালিদ নামের একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন মুখ্য ভূমিকায়। এ ছাড়া তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ তেলেগু সিনেমায় কাজ করেছেন এবং পরে দক্ষিণী তারকা সুরিয়ার সঙ্গে ‘কঙ্গুভা’ তামিল মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাকশন ফিল্মে স্ক্রিন শেয়ার করেছেন।