প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৪ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৫ এএম
ভালোবাসা দিবস ঘিরে ছোটপর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নাটক ও ওয়েব ফিল্ম।
প্রতি বছরের মতো এবারও ভালোবাসা দিবস ঘিরে ছোটপর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নাটক ও ওয়েব ফিল্ম। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। অনেক নাটক ইতোমধ্যে মুক্তি পেয়েছে, আবার কিছু মুক্তির অপেক্ষায় রয়েছে।
নাটকে নতুন গল্প, নতুন জুটি
১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া চারটি নাটকের মধ্যে অন্যতম ছিল ‘সমুদ্রনীলা’, যেখানে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও তানিয়া ইসলাম। ইমরান হাসান নির্মিত নাটকটি বরফি প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অন্যদিকে, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমিকে নিয়ে নির্মিত ‘লেডিস পারফিউম’ মুক্তি পেয়েছে আরটিভি ড্রামা চ্যানেলে।
রুবেল আনুশ পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও ফারিন খান, যা মুক্তি পেয়েছে এলিভেন ইউটিউব চ্যানেলে। অন্যদিকে, তৌসিফ মাহমুদ ও আয়শা খান অভিনীত ‘ব্যথার বাগান’ নাটকটি মুক্তি পেয়েছে কেএস এন্টারটেইনমেন্ট চ্যানেলে। মুক্তির অপেক্ষায় রয়েছে হাসান রেজাউল পরিচালিত ‘রিফ্লেকশন অব লাভ’ (অভিনয়ে ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টি), মিশুক মিঠুর ‘বসন্তবৌরি’ (খায়রুল বাসার ও তানজিন তিশা) এবং মজুমদার সিমুলের ‘দূর থেকে ভালোবাসি’ (ইয়াশ রোহান ও তটিনী অভিনীত)। অপূর্ব ও নাজনীন নীহার প্রথম জুটি বাঁধা নাটক ‘মন-দুয়ারী’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি।
জাকারিয়া সৌখিনের পরিচালনায় সিএমভি ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে। নাটকের পোস্টার প্রকাশের পর থেকেই এটি ঘিরে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে।গায়িকা হিসেবে পরিচিত সাবরিনা পড়শী আবারও আসছেন অভিনয়ে, তৌসিফ মাহবুবের বিপরীতে। নাটকের শিরোনাম ‘মনেরই রঙে রাঙিয়ে’, যা পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকের পাশাপাশি এর একটি গানে কণ্ঠ দিয়েছেন পড়শী ও আরফিন রুমি। এটি মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
ওয়েব ফিল্ম : যা দেখবেন, যেখানে দেখবেন
ওটিটি প্ল্যাটফর্মেও ভালোবাসা দিবস উপলক্ষে আসছে কিছু বিশেষ ওয়েব ফিল্ম। ‘ভালো তো সবাই বাসে, কিন্তু আগলে রাখে কজন?’ এমন ক্যাপশনসহ চরকি তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র পোস্টার প্রকাশ করেছে। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, পারশা মাহজাবীন ও প্রীতম হাসান। ১৮ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে চরকিতে। সাসপেন্স-থ্রিলার নির্মাতা হিসেবে পরিচিত ভিকি জাহেদ এবার ভালোবাসার গল্প নিয়ে আসছেন, তবে তার নিজস্ব ডার্ক ফিল্মমেকিং স্টাইল বজায় রেখেই। ‘নীল সুখ’-এ অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রেহান। এটি ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বিঞ্জ- এ।
ভালোবাসা দিবসের মূল আকর্ষণ হিসেবে আজ (১৪ ফেব্রুয়ারি) আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘আসবে কি ফিরে?’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা, পরিচালনায় সাগর জাহান। ট্রেলারে রোমান্স, খুনসুটি ও আবেগঘন সংলাপ ইতোমধ্যে দর্শকের মন কেড়েছে। এ বছর ভালোবাসা দিবসে নাটক ও ওয়েব ফিল্মের সংখ্যাই শুধু বাড়েনি, গল্পেও এসেছে বৈচিত্র্য। রোমান্টিক, আবেগঘন, ডার্ক থ্রিলার সব ধাঁচের কাজই থাকছে, যা দর্শককে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেবে।