× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে রাশমিকা-ভিকির ‘ছাবা’, অগ্রীম টিকিট বিক্রিতে রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুক্তির আগেই অগ্রীম টিকিট বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে ‘ছাবা’। বলিউড সূত্রে জানা গেছে, ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার অভিনয়ে ঐতিহাসিক গল্পে নির্মিত এ সিনেমাটির ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখ টিকিট বুক হয়ে গিয়েছে। সম্প্রতি ‘ছাবা’সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে।

সিনেমার পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রাশমিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর, আইনক্সেই এত সংখ্যক আগাম টিকিট কেটেছেন দর্শকরা। এ থেকে বোঝা যাচ্ছে ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলবে। মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। জানা গেছে বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

মারাঠি মহারাজ ছত্রপতি সম্ভাজির বায়োগ্রাফি নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’সিনেমাটি। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। আর সেখানেই সম্ভাজির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে। ট্রেলারে দেখা যায়, একা হাতে শত্রুদমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকি। 

সিনেমার পর্দায় সম্ভাজি হয়ে উঠতে ভিকি কৌশলকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। ব্যায়াম করে নিজের ওজন ১০০ কেজিতে এনেছেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সবকিছু শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দুর্ধর্ষ রূপে দেখা যাবে।

‘ছাবা’ আর মাত্র দুদিন পর ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আগাম টিকিট বুকিংয়ের সংবাদ জানিয়েছেন ভিকি। ঐতিহাসিক সিনেমা নিয়ে তার মন্তব্য, ‘শুরু হয়েছে আগাম টিকিট বুকিং। সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।’

ভিকির অনুরাগীরা অবশ্য সেটুকু অপেক্ষা করতেও পারছেন না। প্রথম দিনের প্রথম শো যাতে মিস না হয় সেজন্য আগাম টিকিট কেটে ফেলেছেন সবাই। ভিকি কৌশল-অক্ষয় খান্না-রাশমিকা মান্দানার সিনেমা দেখতে সিনেমাহলের বাইরে বিশাল লাইন দেখা যাবে এমনটাই আশা করছেন ‘ছাবা’ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা