× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেকে এখন ক্লান্ত মনে হয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ এএম

সাদিয়া জাহান প্রভা। প্রবা কোলাজ

সাদিয়া জাহান প্রভা। প্রবা কোলাজ

সাদিয়া জাহান প্রভা, যিনি অভিনয়দক্ষতা ও সৌন্দর্যে নাট্যাঙ্গনে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সময়ের পরিক্রমায় এখন আর আগের মতো নিয়মিত অভিনয়ে দেখা যায় না। তবে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

অভিনয় নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রভা বলেন, ‘আগের মতো পরিশ্রম করতে আর ভালো লাগে না। অনেকেই ভাবেন, অভিনয় খুব সহজ কাজ, কিন্তু বাস্তবতা একদমই আলাদা। শুধু সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়ালেই অভিনয় হয় না। পর্দার পেছনে থাকে কঠোর পরিশ্রম। সত্যি বলতে, এখন নিজেকে ক্লান্ত মনে হয়। তবে অভিনয় আমার ভালোবাসার জায়গা, তাই যেকোনো ক্রিয়েটিভ কাজে যুক্ত থাকতে চাই।’ এ সময় বড়পর্দায় অভিনয়ের প্রসঙ্গ উঠলে প্রভা বেশ হতাশ সুরে বলেন, ‘সিনেমায় আমার লাক কখনওই ফেভার করেনি। যখনই বড়পর্দার কোনো প্রজেক্টের জন্য প্রস্তাব পেয়েছি এবং রাজিও হয়েছি, তখনই অজানা কোনো কারণে সে কাজটি আর করা হয়ে ওঠেনি। তাই এ বিষয়ে আর আলোচনা করতেও ইচ্ছে করে না।’

অভিনয়ের বাইরে প্রভা বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এখন এ পেশায় দক্ষতা অর্জন করেছেন। যদিও নতুন কাজে ব্যস্ততা বেড়েছে, তবু তার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গাটি অভিনয়ের জন্যই বরাদ্দ। সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিবর্তন এলেও প্রভা এখনও শিল্পের সঙ্গে থাকার প্রতিশ্রুতি বজায় রেখেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা