প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫১ এএম
বিদ্যা সিনহা মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মিম সিনেমা এবং বিজ্ঞাপনে সমানতালে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন। নিয়মিত সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকলেও গেল বছর বিজ্ঞাপনের কাজেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। চলতি বছরের শুরুতেও বিজ্ঞাপনের মাধ্যমেই নিজেকে উপস্থাপন করেছেন মিম।
এর মধ্যে ‘এই বসন্ত হাওয়ায়’, ‘উড়ে উড়ে দূরে’, ‘তুমি আমি ভাসি ফুলের সমুদ্দুরে’ এমন জিঙ্গেলের বিজ্ঞাপনে মিমের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শক।
এরই মধ্যে সেইলরের নতুন একটি বিজ্ঞাপনে তার নতুনরূপে উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। সেইলরের ফেসবুক পেজে রবিবার বিজ্ঞাপনটি প্রচারে আসার পরই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন। সামনেই পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের আগে এমন বিজ্ঞাপন মিমভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ। এ বিষয়ে মিম বলেন, ‘বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারে আসার সঙ্গে সঙ্গেই বেশ সাড়া পেতে শুরু করেছি। সেইলরের এ কাজটি বেশ প্রশংসিত হচ্ছে। জিঙ্গেল, নির্মাণ সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে।’
গেল বছর নভেম্বর থেকে সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মিম। এ ছাড়া তিনি ওয়ালটন, বিকাশ লিমিটেড, বাটা, ওরিক্স ফেব্রিকস কেয়ার, বার্জার পেইন্টস, হারল্যান বাংলাদেশ, ইউনিসেফসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়মিত কাজ করছেন।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষা রয়েছে। এ ছাড়া এ অভিনেত্রীর ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমার কাজ শুরু হওয়ারও কথা রয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিতব্য ছবি আমি ইয়াসমিন বলছিতে ২০২৩ সালে চুক্তিবদ্ধ হয়েছিলেন মিম। এদিকে রাজ অভিনীত ‘কবি’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মিমভক্তদের প্রশ্নÑ ঈদের নতুন সিনেমায় কি পাওয়া যাবে এ অভিনেত্রীকে? উত্তর জানালেন নায়িকা নিজেই। মিমের ভাষ্য, ‘সিনেমার শুটিং না করলেও প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি, তাই ঈদ সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই এখন সারা দিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব।’ সিনেমা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। তা ছাড়া বর্তমানে সিনেমা নির্মাণ অনেক কমে গেছে। যার প্রভাব পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। আশা করি ঈদের পর নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হব।’