× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক টিকিটে ১৪ নাটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৭ পিএম

ঢাকা মহানগর নাট্যোৎসবে এক টিকিটে দেখা যাবে ১৪টি নাটক। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর নাট্যোৎসবে এক টিকিটে দেখা যাবে ১৪টি নাটক। ছবি : সংগৃহীত

ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫। আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাওয়া এই উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে এক টিকিটে ১৪ নাটক!

ঢাকা মহানগর নাট্যোৎসবের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিনে দর্শক ১৪টি নাটক উপভোগ করতে পারবেন একই টিকিটে। সময় নাট্যদলের প্রধান মো. আকতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়। এছাড়া প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে মান ভেদে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম টিকিটও সংগ্রহ করা যাবে ০১৭০১২২৪৯৯৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করে।

মো. আকতারুজ্জামান আরও জানান, উৎসবের প্রথম পর্যায়ের এই নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর নাটক স্মরণীতে (বেইলী রোড) অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা / দর্শকই স্বজন, দর্শকই প্রেরনা’ শিরোনামকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান নাট্যজন মো. আকতারুজ্জামান।

দুই নাট্যজন ঠান্ডু রায়হানকে আহ্বায়ক ও কামাল আহমেদকে সদস্য সচিব করে সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গঠন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উৎসব সম্পর্কে বিশদ তুলে ধরা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনও স্বাভাবিক অবস্থায় আসেনি। বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে আসলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে বিভিন্ন মঞ্চে এই উৎসব উদযাপিত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা