প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪ পিএম
সত্যজিৎ রায় ও উত্তম কুমার। ছবি কোলাজ : প্রবা
ভারতে পুরোনো সিনেমা নতুন করে মুক্তির মিছিলে এবারে যোগ হয়েছে মহানায়ক উত্তম কুমারের ‘নায়ক’। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মাণে সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে; যে সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক-সুপারস্টারের ভেতরের জগৎ। প্রশংসা, গ্ল্যামার, ব্যস্ততার আড়ালে তারকা জীবনের অন্তরালের যাতনা দর্শকের সামনে তুলে ধরেন সত্যজিৎ নায়কের মাধ্যমে।
আগামী ২১ ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘নায়ক’। কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি। সত্যজিতের ‘নায়ক’ ১৯৬৬ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছিল একাধিক পুরস্কার। ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের’ পাশাপাশি ‘শ্রেষ্ঠ ফিচার ফিল্ম’ এবং ‘শ্রেষ্ঠ কাহিনী ও চিত্রনাট্য’ বিভাগেও পুরস্কার জেতে। এ ছাড়া পরের বছর ভারতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।