× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ ফেব্রুয়ারি আসছে ঋত্বিকের ‘পরিচয় গুপ্ত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭ পিএম

 ‘পরিচয় গুপ্ত’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

‘পরিচয় গুপ্ত’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর নতুন সিনেমা আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সিনেমার নাম ‘পরিচয় গুপ্ত’। এটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রণ রাজ।

গেল বছরে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়। তবে নানা কারণে এটি স্থগিত হয়ে যায়। তারপর থেকেই দর্শকরা ছবি রিলিজের অপেক্ষায় ছিলেন, এবার অবশেষে প্রকাশ করা হলো এটি মুক্তির নতুন তারিখ।

এবার  জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাবে বড় পর্দায়।

সিনেমার গল্পে দেখা যাবে কলকাতার একটি প্রাচীন জমিদার বাড়ির জমিদার চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে, যে অন্ধ। তবে এটাই কেবল তার চরিত্রের বিশেষত্ব নয়, এতে রয়েছে আরও টুইস্ট। অন্যদিকে, ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক। সে এই জমিদার বাড়িতেই বিভিন্ন অনুসন্ধানের কাজে আসে। আর তার পরই জড়িয়ে পড়ে এ বাড়ির সঙ্গে। গল্পের একপর্যায়ে  হতে থাকে একের পর এক খুন। আর গল্পে আসতে থাকে নতুন নতুন মোড়। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

রণ রাজের পরিচালনায় সিনেমায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্যর মতো তারকা।

এদিকে সাইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের নতুন ছবির প্রচারে নামলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ঋত্বিক স্বয়ং। যার সঙ্গে সাইফের ওপর হামলার মিল পেয়েছেন নেটিজেনরা। শুধু তা–ই নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতকারীর মুখ ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতকারীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে। তফাত একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতকারীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম।’ তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।

নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেননি নেটিজেনরাও।  অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন মন্তব্যের ঘরে। বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টালিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই। তবে এ ঘটনা নিয়ে ঋত্বিকের মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা