× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে প্রসেনজিৎ-জিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ এএম

একসঙ্গে প্রসেনজিৎ-জিৎ

চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’, যা মুক্তির পর থেকেই আছে আলোচনায়।

বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে সিরিজটির টিজার। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। নীরজ পান্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিৎ। তা-ও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে। তাই দর্শকের এত আগ্রহ। ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলল জিতের। পুলিশের পোশাক ও  ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। আর সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তার ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি।

টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের এক টুকরা ঝলক। দেখা গেল কার্তুজ, বন্দুকসহ নানা অস্ত্র তৈরির ঝলক। ধরা পড়ল একের পর এক খুনের ঝলক, রক্ত ঝরল। আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ। রাজনীতিবিদ সেজে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত ছাড়াও এ সিরিজে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খানকে। এখানেই শেষ নয়। এই সিরিজের আরও এক চমক মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী।

নীরজ পান্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষার কান্তি রায়। টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। আগামী মার্চে মুক্তি পাবে সিরিজটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা